ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

প্রোগ্রেস মোটরসের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৪, ১২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

অডি অটোমোবাইলের বাংলাদেশে একমাত্র পরিবেশক ও আমদানিকারক প্রোগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের সাথে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (৭ জুন) রাজধানীতে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

প্রোগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ নুসরাত খান এবং ব্র্যাক ব্যাংকের রিটেইল সেলস বিভাগের প্রধান কায়সার হামিদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

চুক্তির অধীনে, প্রোগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের কর্মকর্তারা কাস্টমাইজড এমপ্লয়ি ব্যাংকিং বান্ডেল সলিউশন যেমন: স্যালারি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ডস, রিটেইল লোনস ইত্যাদি সুবিধা পাবেন।

ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং ডিভিশন, লার্জ কর্পোরেট ইউনিট ১-এর প্রধান সাজিদ রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এমএইচ/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি